উইল স্মিথ এবং মার্টিন লরেন্স অভিনীত ‘ব্যাড বয়েজ ফর লাইফ‘ ছবিটি আগামী ১৭ই জানুয়ারি ২০২০ তে মুক্তি পাবে। এই ছবিটি পরিচালনা করেছেন আদিল এলআরবি এবং বিলাল ফালহা। এই ছবিটির প্রযোজনা করেছেন জেরি ব্রুকেইমার, উইল স্মিথ ডগ বেলগ্ৰাড। এই ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভেনিসা হাডজেন্স আলেকজান্ডার লুডউইং, চার্লস মিল্টন। মুক্তি পেয়েছে এই ছবিটি দ্বিতীয় ট্রেলার। ট্রেইলারটি দেখে খুব একটা ভালো বলে মনে হয়নি। তবে উইল স্মিথের অভিনয় দর্শকদের অবশ্যই মুগ্ধ করবে।
Subscribe
Login
0 Comments