জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আদিত্য ধর এবং ইয়ামি গৌতম টুইটারে একটি ছবি পোস্ট করে তাদের বিবাহের এর কথা জানান। কোভিড পরিস্থিতিতে একান্ত গোপনীয় ভাবে এবং পরিবারের লোকজনদের কে নিয়ে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। তাদের এই বিবাহের খবর সম্পর্কে কেউই টের পায়নি। আদিত্য ধর পরিচালিত ছবি উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক এর সময় থেকে ইয়ামি এবং আদিত্যর মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। গতবছর উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবিটির জন্য আদিত্য ধর সেরা পরিচালকের জাতীয় পুরস্কার পান। ইয়ামি গৌতাম ‘অ্যা থার্সডে’নামক থ্রিলার ছবিতে অভিনয় করতে চলেছেন যেটি ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে। এই ছবিটিতে তিনি একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করবেন। এই ছবিটিতে তার সঙ্গে ডিম্পল কাপাডিয়ার নেহা ধূপিয়া এবং অতুল কুলকার্নি কেওদেখা যাবে। এই ছবিটি পরিচালনা করছেন বেহজাদ খাম্বাটা যিনি বস, ও মাই গড, রাগিনী এমএমএস, আজাহার ছবির চিত্রনাট্য লিখেছেন।
আদিত্য ধর এবং ইয়ামি গৌতম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন
