‘ও মন রে’ মিউজিক ভিডিওতে ফিরছেন যশ-মধুমিতা জুটি

ফিরছে অরণ্য-পাখি জুটি? হ্যাঁ ঠিকই শুনেছেন। এস. ভি.এফ এর অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি একটি ট্যুইট করেন এবং সেখানে যশ এবং মধুমিতার ছবির সাথে ক্যাপশন এর যোগ করেন ‘সামথিং ইজ্ কুকিং’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় কিছু একটা হতে/ঘটতে চলেছে।
এই ইঙ্গিত থেকেই টলিউড মহলের একাংশ ধারণা করেছিল কিছু একটা আসতে চলেছে। এরপর এস.ভি.এফ এর তরফ থেকে জানা যায় যশ এবং মধুমিতা জুটিকে নিয়ে একটি মিউজিক ভিডিও হতে চলেছে। এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বিখ্যাত কোরিওগ্রাফার- ডিরেক্টর বাবা যাদব
বাংলাদেশের জনপ্রিয় গায়ক তানভীর ইভান এই গানটি গেয়েছেন এবং সুর করেছেন। গানটির নাম ‘ও মন রে’। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে তানভীর ইভান একজন সফল গায়ক। তার গাওয়া ‘অভিমান‘ এবং ‘অভিযোগ‘ বাংলাদেশে খুবই জনপ্রিয় গান। ‘ও মন রে’ গানটিও যে বেশ জনপ্রিয় হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

‘ও মন রে’ মিউজিক ভিডিওর শ্যুটিং এর দৃশ্য।


টেলিভিশন জগতে যশ-মধুমিতা জুটির জনপ্রিয়তা একেবারে শীর্ষে ছিল এবং তাদের জনপ্রিয়তা এখনোই অবিকল একই রয়ে গেছে। সিনে প্রেমীরা অনেক বছর ধরেই অপেক্ষা করছেন এই জুটিকে রুপোলি পর্দায় দেখবার জন্য। ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা কারণেই ‘বোঝেনা সে বোঝেনা’মেগা সিরিয়াল টির এত সাফল্যের পরেও তাদেরকে আর একসাথে দেখা যায়নি। এই জুটি তাদের অতীতের তিক্ততা ভুলে আবার একসাথে এই মিউজিক ভিডিওটিতে কাজ করছেন। এই মিউজিক ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই নেটিজেন তথা দর্শকদের মধ্যে উৎসাহ দেখা দিতে শুরু করেছে।
মধুমিতার গত দুটি ছবি ‘চিনি‘ এবং ‘ট্যাংরা ব্লুজ’ বাণিজ্যিকভাবে সফল হয় এবং এই দুটি ছবিতে তার অভিনয় সমালোচকদের মন জয় করে নিয়েছিল।
যশ দাশগুপ্ত অভিনীত শেষ ছবি ছিল ‘এস ও এস কলকাতা’। এই ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। যশের আগামী ছবি একটি রোমান্টিক কমেডি। এই ছবিটিতে যশ এর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। এই ছবিটি পরিচালনা করছেন পরিচালক সুজিত মন্ডল এবং এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন সুরকার জিৎ গাঙ্গুলী

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x