যখনই কেউ আমাদের মন ভাঙে, বা বিশ্বাসকে ভেঙে দেয় লহমায়, তখন আমরা তাকে বেওয়াফার আখ্যা দিয়ে দিই। কিন্তু আদতে আমরা যাকে এই আখ্যা দিয়ে থাকি তারা কী সত্যি সেই আখ্যার কাজ করে ? এই নিয়ে তো রয়েছে নানান প্রশ্ন, তর্ক-বিতর্ক। তবে এবার এমন একটি বিষয়কেই নিয়ে আসতে চলেছে Zee 5 Originals. ইতিমধ্যেই এই সিনেমার ট্রেলার প্রকাশ পেয়ে গেছে Zee 5 Originals এ। সিনেমাটির নাম, “Kya Meri Sonam Gupta Bewafa Hai ?” সিনেমাটি লিখেছেন এবং নির্দেশনা করেছেন পরিচালক সৌরভ ত্যাগী। সিনেমাটি প্রযোজনা করছেন, Dhaval Jayantilal Gada এবং Akshay Jayantilal Gada. এবং প্রযোজিত হচ্ছে Pen Studios এর তরফ থেকে। এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন, সুরভী জ্যোতি এবং জাসসি গিল এছাড়া রয়েছেন প্রবীণ অভিনেত্রী সুরেখা সিকরি, যদিও এই মুহূর্তে তিনি আমাদের মধ্যে আর নেই। এটি ছিল তার শেষ সিনেমা।
ট্রেলার প্রকাশের পর থেকেই মানুষের ফিডব্যাক এখনও পর্যন্ত বেশ ভালো। সিনেমার কলা-কুশলীরা বেশ প্রশংসা কুড়াচ্ছেন। বেশ অনেকের মতে এই সিনেমাটি ভরপুর বিনোদনময় হতে চলেছে। যেখানে কমেডির সাথে রয়েছে আবেগের সংমিশ্রণ। আর তার উপরে সকলের অভিনয়। সব মিলিয়ে বেশ জমজমাটি হতে চলেছে, “Kya Meri Sonam Gupta Bewafa Hai ?” চলতি মাসের আগামী ১০ই সেপ্টেম্বর এই সিনেমা মুক্তি পেতে চলেছে Zee 5 Originals এ।
সিনেমার ট্রেলার যা বলছে তা হলো, এই সিনেমাটির কেন্দ্র বিন্দু সোনাম এবং তাঁর সাথেই জুড়ে রয়েছে সিন্টু। সোনাম বারেলির সবথেকে সুন্দর দেখতে মেয়ে, সে নিজের মেজাজে থাকতে ভালোবাসে। বিন্দাস একজন মেয়ে। অপরদিকে সিন্টু একটি স্মল টাউন বয়। যাঁর জীবনের গোল খুব ছোট ছোট। এদিকে তাঁর বাড়ির সসদ্যরা ছোট থেকেই তার গায়ের রঙের উপর জোর দিতে থাকে। কিন্তু বিয়ের জন্যে যখন মেয়ে খুঁজতে থাকে তখন প্রত্যেকে তাকে প্রত্যাখ্যান জানিয়ে ফিরিয়ে আসে। এরপর আলাপ হয় সোনাম এবং সিন্টুর। দুজনের মধ্যে তৈরী হয় প্রেমের গল্প। কিন্তু হটাৎ ই পালিয়ে যায় সোনাম, আর এখানেই আসে টুইস্ট। চারিদিকে খোঁজ চলতে থাকে সোনামের। আর তখনই একটি নোটে লিখে দেওয়া হয়, ‘সোনাম বেওয়াফা হে’ আর তা ক্রমশ ভাইরাল হতে থাকে। এরপরেই গল্পে আসে নতুন মোড়। তবে সেই মোড় কী তা জানার জন্যে সকলকে অপেক্ষা করতে হবে আগামী ১০ই সেপ্টেম্বর পর্যন্ত সিনেমার শুভ মুক্তির জন্য। তবে এখনও যদি কেউ এই সিনেমার ট্রেলার না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিন, কেবলমাত্র Zee 5 Originals এ।